অৎ
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো নিয়ত গমন করা এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়  তার তালিকা দেওয়া হলো।

অৎ (নিয়ত গমন করা) +ই =অতি (অধিক)
Ö
অৎ (নিয়ত গমন করা) +ইথি (ইথিন)=তিথি।
Ö
অৎ (নিয়ত গমন করা) +অস্ (অসচ্) +ঈ (ঈপ্) =অতসী
অৎ (নিয়ত গমন করা) +ন্ (মনিন্)=আত্মা