অ (ব্যাকরণ)
  অ : অব্যয়, অ: উপসর্গ, অ-প্রত্যয়, অ : বিভক্তি

  • (অব্যয়)
    ১. আহ্বান অর্থে অ বাদল, এদিকে আয়।
    ২. বিষাদ অর্থে
    অ প্রাণধারণ না জাএ/শ্রীকৃষ্ণকীর্তন।
    ৩. অনুকম্পা অর্থে
    অ তোর দুঃখ দেখি পরাণ যায়/লোকসঙ্গীত।
    ৪. নিন্দা অর
    ্থে অ শেষে এই কাজ করলি।
    ৫. ক্ষেদসূচক অর্থে
    অ কপাল
    ৬. না বোধক অর
    ্থে
    না অর্থে, নঞ্> অ, অন্। নঞ্ তৎপুরুষ সমাসে এই নঞ্-এর দুটি রূপ দেখা যায়। যেমন
     
    ক. যদি কোন শব্দের প্রথমে ব্যঞ্জনবর্ণ থাকে, এবং এর পূর্বে নঞ্ থাকে তবে উক্ত নঞ্ অ-তে রূপান্তরিত হয়। যেমন

                        নঞ্ + ভাব = অভাব।

    খ. যদি কোনো পদের প্রথমে স্বরবর্ণ থাকে, এর পূর্বে নঞ্ বসে তবে উক্ত নঞ্ বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে অন্ হয়। তবে স্বরবর্ণের স্বরূপ অনুসারে অ, আ, ই, ইত্যাদি বসে। যেমন

     

অ (নঞ্) + অর্থ

অনর্থ

অ + অ = অন

অ (নঞ্) + দেশ

অনাদেশ

অ + অ = অনা

অ (নঞ্) + ইচ্ছা

অনিচ্ছা

অ + ই = অনি

অ (নঞ্) + ঈপ্সিতা

অনীপ্সিতা

অ + ঈ = অনী

অ (নঞ্) + উদ্ধত

অনুদ্ধত

অ + উ = অনু

অ (নঞ্) + ঊঢ়

অনূঢ়

অ + ঊ = অনূ

অ (নঞ্) + ঋণ

অনৃণ

অ + ঋ = অনৃ

অ (নঞ্) + এক

অনেক

অ + এ = অনে

অ (নঞ্) + ঐক্য

অনৈক্য

অ + ঐ = অনৈ

অ (নঞ্) + ঔদার্য

অনৌদার্য

অ + ঔ = অনৌ


ইংরেজি: dis (disapproval অননুমোদন), il (illimitable অসীম), im (immovable অচল), in (incomplete অসম্পূর্ণ), ir (irregular অনিয়মিত), non (non-stop অবিরাম), mis (mistrust অবিশ্বাস), un (unholy অপবিত্র)জার্মান : a, an, লাতিন in, জার্মান গথিক un

  • (উপসর্গ)
    বাংলাতে অ উপসর্গ হিসাবে না-বোধক অর্থে ব্যবহৃত হয়। যেমন
          অ (নয়) =অমুসলিম
     

  • (প্রত্যয়)
    বাংলা শব্দে শব্দমূল ও ক্রিয়ামূলের সাথে অ প্রত্যয় হিসাবে ব্যবহৃত হয়। সংস্কৃত ও বাংলা ব্যাকরণ অনুসারে এই সকল প্রত্যয়ের ব্যাবহারিক বিধি এক প্রকার নয়। বিস্তারিত দেখুন : অ (প্রত্যয়)
     

  • (বিভক্তি)
    কারক বিভক্তি চিহ্ন হিসাবে প্রাচীন বাংলায় একসময়ে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি (য়>অ) হিসাবে ব্যবহৃত হতো। যেমন- আড়াঅ বাঘর ভঅ জলত কুম্ভীর/শূণ্যপুরাণ। আধুনিক বাংলায় এর চল নেই।

    ক। কর্তৃবাচ্যে বর্তমানকালে উত্তম পুরুষের ক্রিয়ার বিভক্তি। এই বিভক্তিটি সংস্কৃত ভাষা থেকে রূপান্তরিত হয়ে বাংলা ভাষায় এসেছে। যেমন
      
    সংস্কৃত মি>প্রাকৃত উং, ওম>বাংলা ওঁ, ওম>বাংলা অঁ> বাংলা অ। যেমন- ঋষি বন্দ। (ঋষি বন্দনা করি।)

    খ। বর্তমানকালে নাম পুরুষের ক্রিয়ার বিভক্তি। সংস্কৃত তে>প্রাকৃত এ>বাংলা অ (য়ে>য়)। যেমন-
                অ (য়ে) = ডমরুলি বাজঅ (বাজয়ে), অ (য়) = রাজা কঅ (রাজা কয়)।

    গ। বর্তমানকালে মধ্যম পুরুষের ক্রিয়ার সম্ভ্রমসূচক বিভক্তি। সংস্কৃত লট্>সংস্কৃত থ>প্রাকৃত হ>বাংলা অ। যেমন
                হঅ গরুর রাখোআল, বোল আকাশ পাতাল/শ্রীকৃষ্ণকীর্তন।

    ঘ। ১. সংস্কৃত (লোট্) ত, (বৈদিক) থ>প্রাকৃত হ (তু পণমহ)>বাংলা অ৷ যেমন
                        হসত>হসহ>হাস(সম্ভ্রমে)।
        ২.
    সংস্কৃত হস্ (লোট-হি)>প্রাকৃত হস বা হাস্ (অ লোপ পায় অসম্ভ্রম অর্থে)


সূত্র :