প্রত্যয়
যা
ক্রিয়ামূল ও শব্দমূলের সাথে যুক্ত হয়ে নূতন পদ সৃষ্টি করে বা বাক্যস্থ শব্দের
ভিতরে সম্পর্ক সৃষ্টিতে সহায়তা করে, এমন ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে প্রত্যয় বলা হয়।
ইংরেজি
suffix,
postfix।
যেমন—
√চল্
(গমন করা) +ই
=চলি |
বাংলা ভাষায় ব্যবহৃত
প্রত্যয়গুলোকে ভাষাগত প্রকৃতি অনুসারে তিনটি ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলো হলো—
১. সংস্কৃত প্রত্যয়। এই প্রত্যয়কে মোট পাঁচটি ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রত্যয় প্রধানত পাঁচ প্রকার। এ গুলি হলো—
১.
কৃৎপ্রত্যয় (Primary suffix)
২.
তদ্ধিত প্রত্যয় (Secondary suffix)
৩.
স্ত্রী-প্রত্যয় (faminine suffix)
৪.
ধাত্ববয়ব (Parts of roots)
৫.
বিভক্তি (Inflection)
২. বাংলা প্রত্যয়
: দেশী প্রত্যয়কেই বলা হয়, বাংলা প্রত্যয়।
দেখুন : বাংলা প্রত্যয়।
৩. বিদেশী প্রত্যয় : সংস্কৃত ও বাংলা ব্যতীত অন্যান্য প্রত্যয়গুলো বিদেশী প্রত্যয়
বলা হয়।
দেখুন : বিদেশী প্রত্যয়।