ব্যাকরণ
বানান বিশ্লেষণ: ব্+য+আ+ক্+অ+র+অ+ন্+অ
উচ্চারণ: [
bæ.kɔ.ron] [ব্যা.ক.রোন্]
শব্দ-উৎস: সংস্কৃত ব্যাকরণ> বাংলা ব্যাকরণ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: বি-আ- কৃ (করা)+ অন্ (ল্যুট), ভাববাচ্য
                     
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {বর্ণনামূলক ভাষাতত্ত্ব | ভাষাতত্ত্ব | বিজ্ঞান | জ্ঞানশাখা | জ্ঞানক্ষেত্র | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }

অর্থ:
ভাষাতত্ত্বের অন্তর্গত বর্ণনামূলক ভাষাতত্ত্বের (
descriptive linguistics) একটি অন্যতম শাখা। এই শাখায় শব্দের ধ্বনিরূপ, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থের বিস্তৃত বিবরণসহ ব্যাখ্যা করে।

সূত্র :