বিজ্ঞান
বিশেষভাবে চর্চিত এবং সুশৃঙ্খল জ্ঞানের অনুশীলন
ঊর্ধ্বক্রমবাচকতা
{ বিজ্ঞান |
জ্ঞানশাখা |
জ্ঞানক্ষেত্র |
প্রজ্ঞা |
জ্ঞান |
অভিজ্ঞা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
science, scientific discipline
ব্যাখ্যা:
বস্তুজগত এবং পার্থিব জীবনযাত্রার সাথে সম্পর্কিত জ্ঞান নিয়ে বিজ্ঞানশাখা গঠিত। বিষয় প্রকৃতি অনুসারে একে ৪টি ভাগে ভাগ করা হয়।
(mathematics, math, maths)
: পরিমাণ, আয়তন, আকার ইত্যাদি নিয়ে
যৌক্তিক পর্যালোচনা এবং সাংগঠনিক অবস্থা নিয়ে গঠিত বিজ্ঞান।applied mathematics, applied math)
: ভৌত, জৈবিক এবং সামাজিক ক্ষেত্রে গাণিতিক প্রয়োগসংক্রান্ত বিজ্ঞান।
বিশুদ্ধ গণিত
(pure mathematics)
: যে শাস্ত্রে প্রয়োজনীয় ব্যবহারিক উপযোগিতা বিবেচনা না করেই স্বতন্ত্রভাবে সূত্রাদির নিয়ে আলোচিত হয়।
(algebra) :
যে শাস্ত্রে বিভিন্ন প্রতীকের মাধ্যমে গাণিতিক ক্রিয়াপদ্ধতির দ্বারা অজানা সংখ্যাকে সমীকরণের দ্বারা প্রকাশ করা হয়।
প্রাকৃতিক বিজ্ঞান
(natural science)
: পৃথিবীর প্রাকৃতিক বিষয়াবলী এবং এর প্রপঞ্চের সাথে সম্পৃক্ত বিজ্ঞানসমূহ।
- পদার্থ বিজ্ঞান
(physics, physical science, natural philosophy)
: পদার্থ ও শক্তি এবং এদের আন্তঃক্রিয়া বিষয়ক বিজ্ঞান।
- জ্যোতির্বজ্ঞান
(astronomy, uranology)
: মহাবিশ্বের মহাকশীয় বস্তু এবং এর বিস্তারবিষয়ক বিজ্ঞান
- বলবিদ্যা
(mechanics)
: বস্তুর গতি ও বল সংক্রান্ত বিদ্যা।
- গতিবিদ্যা
(dynamics, kinetics)
যে শাস্ত্রে গতির কারণ, গতির পরিবর্তন ও গতির প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
-
বায়ু-গতিবিদ্যা
(aeromechanics, aerodynamics)
: গ্যাসীয় পদার্থের সাথে সম্পৃক্ত বলবিদ্যা
- শব্দবিজ্ঞান
(acoustics)
: শব্দের ভৌত গুণাগুণ নিয়ে আলোচনা করা হয় এমন বিজ্ঞান।
- ধ্বনিবিজ্ঞান
(phonetics)
: কণ্ঠধ্বনির সৃষ্টি, উপলব্ধি এবং ভৌতগুণের বিশ্লেষণ করা হয় এমন বিজ্ঞান।
- স্থিরবিদ্যুৎ-বিজ্ঞান
(electrostatics)
: স্থিরবিদ্যুৎ বিষয়ক বিজ্ঞান।
ভূ-বিজ্ঞান
(earth science)
: পৃথিবী এবং এর গাঠনিক উপাদান সম্পর্কীয় বিজ্ঞান।
- আবহবিজ্ঞান
(meteorology)
: পৃথিবীর বায়ুমণ্ডলের গতি প্রকৃতি সম্পর্কিত বিজ্ঞান।
- সমুদ্রবিদ্যা
(oceanography, oceanology)
: সমুদ্রের জড় ও জৈব পরিবেশ নিয়ে চর্চিত বিজ্ঞান
- ভূগোল
(geography
): পৃথিবীর উপরিতল, আবহাওয়া, স্থান এবং ভূসংস্থান, ভূমি, বনরাজি, সমুদ্র ইত্যাদি বিষয়ক বিজ্ঞান।
- ভূ-তত্ত্ব
(geology):
পৃথিবীর গাঠনিক উপাদান বিশ্লেষণের দ্বারা পৃথিবীর সৃষ্টি এবং পৃথিবীর ক্রমবিবর্তনের ইতিহাস বিষয়ক বিজ্ঞান।
- ভূ-পদার্থবিজ্ঞান
(geophysics, geophysical science
)
: পৃথিবীর পৃথিবীর বিভিন্ন দৈহিক বৈশিষ্ট্য এবং এই বিষয়ের বিজ্ঞানসম্মত সূত্রাদি নিয়ে গঠিত বিজ্ঞান।
- ভূ-আকৃতিবিদ্যা
(geodesy
): পৃথিবীর বাইরের আকার এবং পৃথিবীর উপরিতলের প্রতিটি বিন্দুর অবস্থান নির্ণয়করণ বিষয়ক বিজ্ঞান।
প্রাণবিজ্ঞান
(life science, bioscience)
: জীবন্ত সত্তার আচরণ এবং গঠনগত বিষয় নিয়ে আলোচনা করে এমন প্রাকৃতিক বিজ্ঞানের যে কোনো শাখা।
- চিকিৎসাবিজ্ঞান
(medical science):
শরীরিক রোগের নিরাময়, রোগ-প্রতিরোধের ব্যবস্থা করার ক্ষেত্রে চর্চিত বিজ্ঞান।
- ভেষজবিজ্ঞান
(medicine, medical specialty)
: শল্যচিকিৎসা ছাড়া রোগনিরাময় এবং প্রতিকারের জন্য চর্চিত চিকিৎসাশাস্ত্র।
- ব্যাক্টেরিয়াতত্ত্ব
(bacteriology)
: ব্যাক্টেরিয়া এবং ব্যাক্টেরিয়াঘটিত রোগ সম্পর্কিত বিজ্ঞান
- ভাইরাসবিজ্ঞান
(virology)
: ভাইরাস এবং ভাইরাসঘটিত রোগ সম্পর্কিত বিজ্ঞান।
- জীববিজ্ঞান
(biology, biological science):
জীবন্ত সত্তাসমূহের বিজ্ঞানসম্মত গবেষণালব্ধ বিজ্ঞান
- অঙ্গসংস্থানবিদ্যা
(morphology)
: জীবের অঙ্গসংস্থান নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয়।
- উদ্ভিদ বিজ্ঞান
(botany, phytology)
: উদ্ভিদবিষয়ক যে বিজ্ঞান।
- প্রাণিবিজ্ঞান
(zoology, zoological science
): প্রাণিকুল সম্পর্কে চর্চা করা হয় এমন বিজ্ঞান।
- বাস্তব্যবিদ্যা
(ecology, bionomics, environmental science
): পরিবেশের সাথে জীবজগতের সম্পর্ক বিষয়ক বিজ্ঞান।
- ভ্রূণবিদ্যা
(embryology)
: জীবসত্তার জন্ম এবং এর আদি স্তরের বিকাশ সংক্রান্ত বিদ্যা।
- শারীরবিজ্ঞান
(Physiology): জীববিজ্ঞানের যে শাখায় জীবাঙ্গের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
- যৌনবিজ্ঞান
(sexology):
মানুষের যৌন আচরণ এবং কার্যপ্রণালী বিষয়ক বিজ্ঞান
রসায়ন
(chemistry, chemical science)
: বস্তুসমূহের গঠনবিন্যাস, এদের ধর্ম এবং বিক্রিয়া নিয়ে চর্চা করা হয়।
- অজৈব রসায়ন
(Inorganic Chamistry)
: হাইড্রোকার্বন ঘটিত নয় এমন যৌগিক পদার্থ বিষয়ক বিজ্ঞান।
- জৈব রসায়ন
((Organic Chamistry)
: কার্বন রয়েছে এমন যৌগিক পদার্থ এমন রসায়ন।
- প্রাণরসায়ন
(Biochemistry):
: জৈব যৌগের সংগঠন এবং জৈব-অঙ্গে এদের প্রভাব নিয়ে আলোচিত জৈব রসায়ন।
জীববিজ্ঞানের প্রেক্ষাপটে এই রসায়নের গবেষণা করা হয়।
- ভূ-রসায়নবিদ্যা
(geochemistry):
ভূ-উপকরণ সম্পর্কিত রসায়ন।
ভাষাতত্ত্ব
(linguistics)
: মানুষের ভাষা বিষয়ক বিজ্ঞান।
etymology)
: শব্দের উৎপত্তি ও ক্রমবিবর্তনবিষয়ক বিজ্ঞান।
মনোবিজ্ঞান
(psychology)
মানুষের মন-সংক্রান্ত বিজ্ঞান
- সামাজিক মনোবিজ্ঞান
(social psychology)
: ব্যাক্তি পর্যবেক্ষণ ও ব্যাক্তিসমূহের ভিতরের সম্পর্ক, একই সাথে সমাজের সাথে ব্যক্তিবর্গের মনস্তাত্ত্বিক সম্পর্ক বিষয়ক বিজ্ঞান
সামাজিক বিজ্ঞান
(social science)
: মনুষ্য সমাজ, মানুষে-মানুষে ব্যক্তি ও সামাজিক সম্পর্ক বিষয়ক বিজ্ঞান।
- অর্থনীতি
(economics, economic science, political economy)
: পণ্য উৎপাদন এবং বিতরণ, ভোক্তার কাছে পণ্য পৌঁছানো এবং এর ব্যবস্থাপন বিষয়ক সামাজিক বিজ্ঞান।
- নৃবিজ্ঞান
(anthropology)
: মানুষের উৎপত্তি, ক্রমবিবর্তনের ধারার বিচারে সভ্যতা ও সংস্কৃতি বিষয়ক বিজ্ঞান।
- জাতিতত্ত্ব
(ethnology)
:মানুষের জাতিগত বৈশিষ্ট্য এবং তার উৎস, অবস্থানগত বিশ্লেষণ, দৈহিক বৈশিষ্ট্য ইত্যাদি শানক্তকরণ এবং তা সুনির্দিষ্টভাবে জাতিগত পরিচয় উপস্থান করা বিজ্ঞান।
- প্রত্নতত্ত্ব
(Archaeology)
: প্রাগৈতিহাসিক মানুষ এবং তাদের সভ্যতা-সংস্কৃতির নমুনার বিচারে চর্চিত বিজ্ঞান।
- মিশরতত্ত্ব
(Egyptology)
: প্রাচীন মিশরের মনুষ্যসৃষ্ট বিষয়বস্তুর প্রত্নতাত্ত্বিক গবেষণামূলক বিজ্ঞান
- সামাজিক নৃবিজ্ঞান
(social anthropology, cultural anthropology)
: মানুষের সংস্কৃতি এবং সমাজ বিষয়ক বিজ্ঞান।
- রাষ্ট্রবিজ্ঞান
(politics, political science, government)
: রাষ্ট্র এবং সরকার পদ্ধতি-বিষয়ক বিজ্ঞান
- সমাজবিজ্ঞান
(sociology)
: মনুষ্য সমাজের শ্রেণিকরণবিষয়ক বিজ্ঞান।
psephology)
: মানুষ মতামতের ভিত্তিতে বিষয়-নির্বাচন বিষয়ক বিজ্ঞান
B
C
D
E
- F
G
H
I
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
X
Z