নৃবিজ্ঞান
মানুষের উৎপত্তি, ক্রমবিবর্তনের ধারার বিচারে সভ্যতা ও সংস্কৃতি বিষয়ক বিজ্ঞান।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ নৃবিজ্ঞান |
সামাজিক বিজ্ঞান |
বিজ্ঞান |
জ্ঞানশাখা |
জ্ঞানক্ষেত্র |
প্রজ্ঞা |
জ্ঞান |
অভিজ্ঞা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
anthropology
ব্যাখ্যা: নৃবিজ্ঞানের বিশাল ক্ষেত্রকে নানাভাগে ভাগ করা হয়ে থাকে।
-
জাতিতত্ত্ব
(ethnology)
:মানুষের জাতিগত বৈশিষ্ট্য এবং তার উৎস, অবস্থানগত বিশ্লেষণ, দৈহিক বৈশিষ্ট্য ইত্যাদি শানক্তকরণ এবং তা সুনির্দিষ্টভাবে জাতিগত পরিচয় উপস্থান করা বিজ্ঞান।
-
প্রত্নতত্ত্ব
(Archaeology)
: প্রাগৈতিহাসিক মানুষ এবং তাদের সভ্যতা-সংস্কৃতির নমুনার বিচারে
চর্চিত বিজ্ঞান।
- মিশরতত্ত্ব
(Egyptology)
: প্রাচীন মিশরের মনুষ্যসৃষ্ট বিষয়বস্তুর প্রত্নতাত্ত্বিক গবেষণামূলক বিজ্ঞান
- সামাজিক নৃবিজ্ঞান
(social anthropology, cultural anthropology)
: মানুষের সংস্কৃতি এবং সমাজ বিষয়ক বিজ্ঞান।