বিশুদ্ধ গণিতশাস্ত্র
যে শাস্ত্রে প্রয়োজনীয় ব্যবহারিক উপযোগিতা বিবেচনা না করেই স্বতন্ত্রভাবে সূত্রাদির নিয়ে আলোচিত হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা {বিশুদ্ধ গণিত | গণিতশাস্ত্র | বিজ্ঞান | জ্ঞানশাখা | জ্ঞানক্ষেত্র | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি:
pure mathematics
ব্যাখ্যা: বিশুদ্ধ গণিতের নানা ধরনের ভাগ রয়েছে। যেমন-