<
জৈব রসায়ন
কার্বন রয়েছে এমন যৌগিক পদার্থবিষয়ক রসায়ন।
ঊর্ধ্বক্রমবাচকতা
{জৈব রসায়ন |
রসায়ন |
প্রাকৃতিক বিজ্ঞান |
বিজ্ঞান |
জ্ঞানশাখা |
জ্ঞানক্ষেত্র |
প্রজ্ঞা |
জ্ঞান |
অভিজ্ঞা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
Organic Chamistry
ব্যাখ্যা:
রসায়নবিদ্যার একটি শাখা। একসময় ধারণা করা হতো যে, জৈব রসায়ন হলো জীবসমূহের দ্বারা
সৃষ্ট রাসায়নিক পদার্থ বিষয়ক বিজ্ঞান। বর্তমানে কৃত্রিমভাবে জৈব পদার্থ উৎপন্ন করা
হয়। এই বিচারে প্রাকৃতিক এবং কৃ্ত্রিম উভয় ধরনের যৌগিক পদার্থকেই এই বিজ্ঞানের
অন্তর্ভুক্ত বিষয় হিসেবে বিবেচনা করা হয়। এই রসায়নের ভাগ হলো-
- প্রাণরসায়ন
(Biochemistry):
: জৈব যৌগের সংগঠন এবং জৈব-অঙ্গে এদের প্রভাব নিয়ে আলোচিত জৈব রসায়ন।
জীববিজ্ঞানের প্রেক্ষাপটে এই রসায়নের গবেষণা করা হয়।