প্রাণ রসায়ন
কার্বন রয়েছে এমন যৌগিক পদার্থবিষয়ক রসায়ন। জৈব যৌগের সংগঠন এবং জৈব-অঙ্গে
এদের প্রভাব নিয়ে আলোচিত জৈব রসায়ন। জীববিজ্ঞানের প্রেক্ষাপটে এই রসায়নের
গবেষণা করা হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা
{প্রাণরসায়ন |
জৈব রসায়ন |
রসায়ন |
প্রাকৃতিক বিজ্ঞান |
বিজ্ঞান |
জ্ঞানশাখা |
জ্ঞানক্ষেত্র |
প্রজ্ঞা |
জ্ঞান |
অভিজ্ঞা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
Biochemistry