ভূ-আকৃতিবিদ্যা
পৃথিবীর বাইরের আকার এবং পৃথিবীর উপরিতলের প্রতিটি বিন্দুর অবস্থান নির্ণয়করণ বিষয়ক বিজ্ঞান। 
ঊর্ধ্বক্রমবাচকতা
	
	{ভূ-আকৃতিবিদ্যা |
	ভূ-পদার্থবিজ্ঞান | 
	ভূ-তত্ত্ব |
	ভূ-বিজ্ঞান | 
	প্রাকৃতিক বিজ্ঞান |
	বিজ্ঞান |
	জ্ঞানশাখা |
	জ্ঞানক্ষেত্র |
	প্রজ্ঞা |
	জ্ঞান |
	অভিজ্ঞা |
	মনস্তাত্ত্বিক ঘটনা | 
	বিমূর্তন | 
	 বিমূর্ত সত্তা | 
	 সত্তা |
	}
	
ইংরেজি:
		geodesy
		
ব্যাখ্যা: 		
	পৃথিবীর উপরতলের দৈহিক বৈশিষ্ট্যসমূহ নিয়ে আলোচিত শাস্ত্র হলো ভূ-পদার্থবিজ্ঞান। এরই একটি শাখা হলো 
ভূ-আকৃতিবিদ্যা। মূলত এই বিদ্যার দ্বারা পৃথিবীর উপরিতলের মানচিত্র তৈরি করা হয়। এই 
বিদ্যায় পৃথিবীর উপরিতলের বিভিন্ন স্থানের উচ্চতা, এক স্থান থেকে অন্য স্থানের 
দূরত্ব ইত্যাদি আলোচনা করা হয়।