সমাজবিজ্ঞান
মনুষ্য সমাজের শ্রেণিকরণবিষয়ক বিজ্ঞান ।
ঊর্ধ্বক্রমবাচকতা { সমাজবিজ্ঞান | সামাজিক বিজ্ঞান | বিজ্ঞান | জ্ঞানশাখা | জ্ঞানক্ষেত্র | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি:
sociology
ব্যাখ্যা: মনুষ্য সমাজের গঠনপ্রণালী, নানাস্তরের মানুষের মধ্যকার সম্পর্ক, পরিবর্তনশীল সমাজকাঠামোর বিশ্লেষণ ও শ্রেণিকরণের বিধিবদ্ধ পাঠ হলো সমাজবিজ্ঞানের বিষয়। এই পদ্ধতির বিচারে সমাজবিজ্ঞানের মধ্যে নানা ধরনের বিষয় রয়েছে। যেমন-