প্রাণবিজ্ঞান
জীবন্ত সত্তার আচরণ এবং গঠনগত বিষয় নিয়ে আলোচনা করে এমন প্রাকৃতিক বিজ্ঞানের যে কোনো শাখা।
ঊর্ধ্বক্রমবাচকতা { প্রাণবিজ্ঞান | প্রাকৃতিক বিজ্ঞান | বিজ্ঞান | জ্ঞানশাখা | জ্ঞানক্ষেত্র | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি:
life science, bioscience

ব্যাখ্যা: জীবজগতের জীবসত্তাসমূহের গঠন এবং আচরণ নিয়ে বিজ্ঞানের এই শাখা আলোচনা করা হয়। এই শাখার অন্তর্গত বিষয়গুলো হলো-