জীববিজ্ঞান
জীবন্ত সত্তাসমূহের বিজ্ঞানসম্মত গবেষণালব্ধ বিজ্ঞান।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ জীববিজ্ঞান |
প্রাণবিজ্ঞান |
প্রাকৃতিক বিজ্ঞান |
বিজ্ঞান |
জ্ঞানশাখা |
জ্ঞানক্ষেত্র |
প্রজ্ঞা |
জ্ঞান |
অভিজ্ঞা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
biology, biological science
ব্যাখ্যা:
জীবন্ত সত্তাসমূহের বিজ্ঞানসম্মত গবেষণালব্ধ জ্ঞানের বিচারে, জীববিজ্ঞানকে নানাভাবে ভাগ করা হয়েছে। যেমন‒
(morphology)
: জীবের অঙ্গসংস্থান নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয়।
অনুজীববিজ্ঞান
(microbiology):
জীববিজ্ঞানের এমন একটি শাখা- যেখানে আণুবীক্ষণিক জীবসত্তা এবং মানবদেহে এদের প্রভাব
সম্পর্কে আলোচনা করা হয়।
উদ্ভিদ বিজ্ঞান
(botany, phytology)
: উদ্ভিদবিষয়ক যে বিজ্ঞান।
প্রাণিবিজ্ঞান
(zoology, zoological science)
: প্রাণিকুল সম্পর্কে চর্চা করা হয় এমন বিজ্ঞান।
বাস্তব্যবিদ্যা
(ecology, bionomics, environmental science
):
পরিবেশের সাথে জীবজগতের সম্পর্ক বিষয়ক বিজ্ঞান।
ভ্রূণবিদ্যা
(embryology)
: জীবসত্তার জন্ম এবং এর আদি স্তরের বিকাশ সংক্রান্ত বিদ্যা।
শারীরবিজ্ঞান
(Physiology)
:
জীববিজ্ঞানের যে শাখায় জীবাঙ্গের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।