বর্ণমালা
বানান বিশ্লেষণ: ব্+অ+র্+ণ্+অ+ম্+আ+ল্+আ
উচ্চারণ: [
bɔrn.no.ma.la] [বর্‌ন্.নো.মা.লা]
শব্দ-উৎস: সংস্কৃত বর্ণ> বাংলা বর্ণ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: বর্ণ + মালা
                           বর্ণের মালা/ষষ্ঠী তৎপুরুষ সমাস
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { |
বর্ণ | বর্ণচিহ্ন | লিখিত প্রতীক | প্রতীক | সঙ্কেতচিহ্ন | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
অর্থ:
কোনো ভাষার জন্য ব্যবহৃত বর্ণের পূর্ণ সেটকে বর্ণমালা বলা হয়। যেমন- বাংলা বর্ণমালা, রোমান বর্ণমালা, আরবি বর্ণমালা।
সমার্থক শব্দবলি: অক্ষরমালা, বর্ণমালা, লিপিমালা।

সূত্র :