বর্ণমালা 
বানান বিশ্লেষণ: ব্+অ+র্+ণ্+অ+ম্+আ+ল্+আ
উচ্চারণ: 
[ bɔrn.no.ma.la]
[বর্ন্.নো.মা.লা]
শব্দ-উৎস:
সংস্কৃত বর্ণ> 
বাংলা বর্ণ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: 
	বর্ণ২ +
	মালা ৩
	           
	               
বর্ণের মালা/ষষ্ঠী তৎপুরুষ সমাস
পদ: 
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | 
বর্ণ |
বর্ণচিহ্ন 
| 
লিখিত প্রতীক |
প্রতীক |
সঙ্কেতচিহ্ন 
| যোগাযোগ 
| বিমূর্তন 
| 
বিমূর্ত সত্তা |
সত্তা | }
অর্থ:  কোনো ভাষার জন্য ব্যবহৃত বর্ণের পূর্ণ সেটকে বর্ণমালা বলা হয়। যেমন- বাংলা বর্ণমালা, রোমান বর্ণমালা, আরবি বর্ণমালা।
সমার্থক শব্দবলি:
অক্ষরমালা, বর্ণমালা, লিপিমালা।
সূত্র : 
	
	- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ। 
	১৪০৮। 
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য 
	অকাদেমী। ২০০১। 
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫। 
- বাংলা বানান চিন্তা (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। অধ্যাপক পি. 
	আচার্য। জুলাই ১৯৯৭। 
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন 
	দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০। 
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০। 
- শব্দসঞ্চয়িতা। ডঃ অসিতকুমার বন্দোপাধ্যায়। নিউ সেন্ট্রাল বুক 
	এজেন্সি প্রাঃ লিমিটেড। ২৩শে জানুয়ারি, ১৯৯৫।
- শব্দার্থ প্রকাশিকা। কেশবচন্দ্র রায় কর্মকার। দেব সাহিত্য কুটির। 
	মার্চ ২০০০। 
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২। 
	
- সরল বাঙ্গালা 
	অভিধান। সুবলচন্দ্র 
	মিত্র। 
- 
	wordnet 2.1