মালা
বানান বিশ্লেষণ:
ম্+আ+ল্+আ
উচ্চারণ:
ma.la [মা.লা]
শব্দ-উৎস:
সংস্কৃত মালা> বাংলা মালা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: মা (পরিমাণ) +√ লা (গ্রহণ করা) + অ (ক), কর্তৃবাচ্য+ আ (টাপ্)}
পদ: বিশেষ্য
মালা-১.
ঊর্ধ্বক্রমবাচকতা {গহনা | শোভা | অলঙ্করণ | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ:
কণ্ঠে পরিধানের জন্য যে সকল অলঙ্কার শোভাবর্ধনের মূল্যবান ধাতু বা রত্নখচিত মূল্যবান ধাতু দিয়ে তৈরি করা হয়।
সমার্থক শব্দাবলি: কণ্ঠহার, মালা, মালিকা, মাল্য, হার।
ইংরেজি:
necklace

মালা-২: ঊর্ধ্বক্রমবাচকতা {অ-গহনা | শোভা | অলঙ্করণ | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ:
শোভা প্রদানকারী এমন অলঙ্কার যা ধাতু বা রত্নখচিত মূল্যবান ধাতু দিয়ে তৈরি হয় না। যেমন-ফুলের মালা, কাঠ বা বাঁশের টুকরো তৈরি মালা, ঝিনুকের মালা, পুঁতির মালা ইত্যাদি।
সমার্থক শব্দাবলি: মালা, হার।

মালা-৩ ঊর্ধ্বক্রমবাচকতা {সুবিন্যস্তকরণ | দল | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}
অর্থ:
কোনো বিষয় যখন শ্রেণিকরণের মাধ্যমে উপস্থাপিত হয়। এই জাতীয় শব্দ অন্য শব্দের পরে বসে বহুবচনার্থক ভাব প্রকাশ করে। যেমন-
  • অনুষ্ঠানভিত্তিক সমন্বিত গ্রন্থনা: অনুষ্ঠানমালা, কথামালা, সঙ্গীতমালা
  • কণ্ঠহারের মতো একই সত্তার সারিকর্ণ দ্বারা বিন্যাস: আলোকমালা, তরঙ্গমালা, উর্মিমালা, বরণমালা, মেঘমালা, হংসমালা