অ-গহনা
শোভা প্রদানকারী এমন অলঙ্কার যা ধাতু বা রত্নখচিত মূল্যবান ধাতু দিয়ে তৈরি হয়
না।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ {অ-গহনা |
শোভা |
অলঙ্করণ |
মনুষ্য-সৃষ্টি |
এককঅংশ |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
nonjewelry
ব্যাখ্যা:
কোনো কিছুর সৌন্দর্য-বর্ধনের জন্য নানাবিধ সামগ্রী ব্যবহৃত হয়।
এর ভিতরে যে সকল
শোভা প্রদানকারী এমন অলঙ্কার তৈরি হয় সাধারণ ধাতব বা অধাতব উপকরণ দিয়ে। যেমন-ফুলের
মালা, কাঠ বা বাঁশের তৈরি অলঙ্কার।