গহনা
শোভা প্রদানকারী ধাতু বা রত্নখচিত মূল্যবান ধাতু দিয়ে তৈরিকৃত অলঙ্কার।
ঊর্ধ্বক্রমবাচকতা  {গহনা | শোভা | অলঙ্করণ | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
ইংরেজি:
jewelry, jewellery

ব্যাখ্যা: শোভা বর্ধনের জন্য নানা ধরনের অলঙ্কার ব্যবহৃত হয়। এর ভিতরে যে সকল অলঙ্কার মূলবান ধাতু এবং রত্নযুক্ত মূল্যবান ধাতু দিয়ে তৈরি হয়, তাদেরকেই গহনা পরিভাষার অন্তর্ভুক্ত হবে। এই সূত্রে গহনা হতে পারে নানা ধরনের কণ্ঠহার, আংটি, কর্ণভূষণ ইত্যাদি। এই কারণে পুষ্পমাল্য বা কাষ্ঠমালা ইত্যাদি গহনার অন্তর্গত হবে না। তবে কখনো কখনো রূপাকার্থের ফুলের মালাকে গহনা হিসেবে উল্লেখ করা হয়। গহনা নানা ধরনের হতে পারে। যেমন-