হংসমালা
বানান বিশ্লেষণ: হ্+অ+ং+স+অ+ম্+আ+ল্+আ
শব্দ-উৎস: সংস্কৃত হংস + মালা> বাংলা হংসমালা
উচ্চারণ:
ɦɔŋ.ʃo. ma.la [হং.শো.মা.লা]
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: হংসের মালা / ষষ্ঠী তৎপুরুষ সমাস
পদ: বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা {মালা । সুবিন্যস্তকরণ | দল | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}
অর্থ:হংসের শ্রেণি। আকাশে সারবদ্ধভাবে হাঁসের দল উড়ে যাওয়ার সময় কণ্ঠহার বা মালার মতো সজ্জিত অবস্থায় দেখা যায়। এই হংসশ্রেণিকে হংসমালা বলা হয়।


সূত্র :