[উচ.চা,রোন্]
শব্দ-উৎস:
সংস্কৃত উচ্চারণ>
বাংলা উচ্চারণ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
উৎ
+
√চারি
{√চর্ (আচরণ করা)+
ই (ণিচ)
}+
অন্ (ল্যুট),
ভাববাচ্য
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
কথন কার্যক্রম |
মনুষ্য কার্যকলাপ |
বিশেষ ঘটনা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা | }
অর্থ:
১.
বাক্যন্ত্র এবং বাক্প্রত্যঙ্গের দ্বারা সৃষ্ট ধ্বনি। যার
দ্বারা ব্যক্তি বিশেষ মনের ভাব প্রকাশ করে থাকে।
সমার্থক শব্দ: বচন, কথন
বিপরীতার্থক শব্দ:
অকথ্য (ভাবার্থে)