অকথ্য
বানান বিশ্লেষণ:অ+ক্+অ+থ্+য্+অ
উচ্চারণ:
ɔ.kot̪.t̪ʰo [অ.কোত্‌.থো]
শব্দ-উৎস: সংস্কৃত অকথ্য> বাংলা অকথ্য
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: পদ: বিশেষণ
অর্থ:
১. যা কথনযোগ্য (অশ্লীল বা দুর্বাক্য অর্থে) নয় এমন।
সমার্থক শব্দাবলি: অকথনীয়, অকথ্য, অকহতব্য, অপভাষ, অপভাষা, অপশব্দ, ইতরভাষা।
ইংরেজি: unspeakable, unutterable; ob scene, filthy

২. ভাষায় বর্ণনা করা যায় না বা বলা যায় না, এই অর্থে- অকথনীয়
সমার্থক শব্দাবলি: অকথনীয়, অনির্বচনীয়, অনুচ্চারণীয়, অনুচার্য, অবর্ণনীয়, অবাচ্য, অভাষ্য।
ইংরেজি:
unspeakable
বিপরীতার্থক শব্দ: কথ্য  (ভাবার্থে)