কথ্য
বানান বিশ্লেষণ: ক্+অ+থ্+য্+অ
উচ্চারণ:
kot̪.t̪ʰo
[কোত্.থো]
শব্দ-উৎস:
সংস্কৃত কথ্য>
বাংলা কথ্য
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: √কথ্
(বলা) +
য (যৎ),
কর্মবাচ্য
পদ:
বিশেষণ।
অর্থ:
১. যা কথনযোগ্য।
সমার্থক শব্দাবলি: কথনীয়, কথ্য, কহতব্য।
২. কথোপকথনের জন্য ব্যবহৃত ভাষারূপ।
যেমন: কথ্য ভাষা
বিপরীতার্থক শব্দ: অকথ্য (ভাবার্থে)