অনির্বচনীয়
বানান্ বিশ্লেষণ : অ-ন্+ই+র্+ব্+অ+চ্+অ+ন্+ঈ+য়্+অ
উচ্চারণ:
ɔ.nirb.b.co.ni.o (অ.নির্‌ব্‌.ব.চো.নি.ও)
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: পদ: বিশেষণ
অর্থ: নিশ্চিতভাবে উপস্থাপন করা যায়, এমন বিষয় নির্বচন। নির্বচনের অনুপযুক্ত বিষয় হলো অনির্বচন। আর যা নির্বচনের (যথাযথভাবে বলা) উপযুক্ত নয়, তাই হলো- অনির্বচনীয়। এই বিচারে অনির্বচনীয় নানারূপ হতে পারে। যেমন-

১. যা সুনির্দিষ্টভাবে ভাষায় প্রকাশ করা যায় না। যে কথা, মন্দ বা অশালীন অর্থে- বলা বা প্রকাশের যোগ্য নয়।
সমার্থক শব্দালি: অকহতব্য, অনির্বচনীয়, অনুচার্য, অনুচ্চারণীয়,অবর্ণনীয়।

২. যা সুনির্দষ্টভাবে অশালীন বিবেচনায় সর্বসমক্ষে বলা যায় না।
সমার্থক শব্দাবলি:
অকথ্য


সূত্র :