বচনীয়
বানান্ বিশ্লেষণ : ব্+অ+চ্+অ+ন্+ঈ+য়্+অ
উচ্চারণ:
bɔ.co.ni.o (ব.চো.নি.ও)
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
বচ্ (কথন) +অনীয় (অনীয়রঃ), কর্মবাচ্য
পদ: বিশেষণ

অর্থ: যা কথার যোগ্য, বলার যোগ্য, বলার উপযুক্ত।
সমার্থক শব্দাবলি:
কথনীয়, কথন-সাধ্য, কহতব্য, বচনীয়।
বিপরীতার্থক শব্দ:
বচনীয়
যুক্তশব্দ


সূত্র :