কথনীয়
বানান্ বিশ্লেষণ : ক্+অ+থ্+অ+ন্+ঈ+য়্+অ
উচ্চারণ:
kɔ.t̪ʰo.ni.o
(ক.থো.নি.ও)
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: √কথ্ (বলা)
+
অনীয় (অনীয়রঃ),
ভাববাচ্য}
পদ:
বিশেষণ
{
নাম-বিশেষণ, গুণবাচক}।
অর্থ: যা
কথার যোগ্য, বলার যোগ্য, বলার উপযুক্ত।
সমার্থক শব্দাবলি: কথনীয়,
বচনীয়,
কথন-সাধ্য, কহতব্য।
বিপরীতার্থক শব্দ:
অকথনীয়
সূত্র :
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- বঙ্গীয় শব্দকোষ (দ্বিতীয় খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য অকাদেমী। ২০০১।