২. বিস্ময়, বিষাদ, আনন্দ ইত্যাদি অর্থে যে বিষয় ভাষায় প্রকাশ করা দুঃসাধ্য হিসেবে বিবেচনা করা হয়।১.১. যা কথনযোগ্য বা উচ্চারণযোগ্য নয় ।
সমার্থক শব্দাবলি: অকথনীয়, অকথ্য, অনির্বচনীয়, অনুচ্চারণীয়, অনুচার্য, অবর্ণনীয়, অবাচ্য, অকহতব্য।
১.২. যা কথন বা আলোচনার যোগ্য নয়।
সমার্থক শব্দাবলি: অনালোচ্য, অনালোচনীয়
১.৩. যা শ্রবণের যোগ্য নয়-
সমার্থক শব্দাবলি: অশ্রবণীয়, অশ্রাব্য
১.৪. যা প্রকাশ করার যোগ্য নয়
সমার্থক শব্দাবলি: অপ্রকাশ্য, গোপন।
সমার্থক শব্দাবলি: অকথনীয়, অনির্বচনীয়, অনুচ্চারণীয়, অবর্ণনীয়, অকহতব্য।
বিপরীতার্থক শব্দাবলি: কথনীয়
সূত্র :