পবন
বানান বিশ্লেষণ:প্+অ+ব্+অ+ন্+অ
উচ্চারণ:
pɔ.bon (প.বোন্) শব্দ-উৎস: সংস্কৃত পবন> বাংলা পবন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: পূ(পবিত্রকরণ) + অন্ (ল্যুট), কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য
১. ঊর্ধ্বক্রমবাচকতা {গ্যাস | প্রবাহী পদার্থ | বস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
অর্থ: যে কোনো বস্তুর গ্যাসীয় দশার সাধারণ নাম। পদার্থ বিজ্ঞানে বায়ু বলতে বিভিন্ন মৌলিক বা যৌগিক গ্যাসীয় অবস্থার মিশ্ররূপ হিসেবে বিবেচনা করা হয়।
সমার্থক শব্দাবলি: পবন, বাত, বাতাস, বায়ু, বায়ু, সমীরণ, হাওয়া।
ইংরেজি:
Air

২. ঊর্ধ্বক্রমবাচকতা {| হিন্দু দেবতা | হিন্দু দৈবসত্তা | দৈবসত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | অতিপ্রাকৃতিক বিশ্বাস | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }

অর্থ: হিন্দু পৌরাণিক কাহিনি মতে– অন্তরীক্ষ ও বাতাসের দেবতা পবন। বৈদিক যুগে এই দেবতাকে বায়ু নামে অভিহিত করা হতো। সমার্থক শব্দাবলি: , পবন, বায়ু।
বিস্তারিত : বায়ু দেবতা

সূত্র: