প্রবাহী
বানান বিশ্লেষণ: প্+র্+অ+ব্+আ+হ্+ঈ
উচ্চারণ:
pro.ba.ɦi  (প্রো.বা.হি)
শব্দ-উৎস: সংস্কৃত হংস>বাংলা হংস
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
বস্ (হত্যা করা) + তু (তুন্), কর্তৃবাচ্য
পদ : বিশেষ্য


অবিচ্ছিন্ন সুনির্দিষ্ট আকারবিহীন বস্তু, যা প্রবাহিত হওয়ার যোগ্য এবং ধারণকৃত পাত্রের আকার ধারণ করে।
ঊর্ধ্বক্রমবাচকতা { বস্তু | দৈহিক সত্তা| সত্তা | }


ইংরেজি: fluid

ব্যাখ্যা: বস্তু মাত্রেই জায়গা দখল করে। বস্তু কঠিন, তরল ও বাষ্পীয় দশায় থাকতে পারে। এর ভিতরে তরল ও গ্যাসীয় পদার্থের ভিতর একধরনের আন্তঃটান থাকে। ফলে কোনো পাত্রে রক্ষিত তরল বা বায়বীয় পদার্থ থেকে একটু বের করার চেষ্টা করলে, দেখা যায়, পাত্রে রক্ষিত সকল বস্তুর ভিতরে এই টান সক্রিয় হয়ে উঠে। বস্তুর এই বিশেষ গুণের কারণে তরল ও গ্যাসীয় পদার্থকে প্রবাহী বলা হয়। এই প্রবাহীগুণের জন্য বায়ুপ্রবাহ বা জলস্রোতের সৃষ্টি হয়। এই সূত্রে প্রবাহীকে দুটি ভাগে ভাগ করা হয়। ভাগ দুটি হলো