অগ্নি
বানান বিশ্লেষণ :অ+গ্+ন্+ই।
উচ্চারণ:
og.ni
(ওগ্.নি)
শব্দ-উৎস:
প্রাগ-ইন্দো-ইউরোপিয়ান ভাষা
heng(দগ্ধ)>
ইন্দো-ইরানিয়ান ভাষা
hngnís>
সংস্কৃত অগ্নিঃ>
বাংলা অগ্নি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: √অগ্ (গমন করা)
+
নি,
কর্মবাচ্য।
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {
সত্তা
| দৈহিক সত্তা |
দৈহিক প্রক্রিয়া |
প্রাকৃতিক প্রক্রিয়া |
রাসায়নিক প্রক্রিয়া |
রাসায়নিক বিক্রিয়া |
জারণ |
দহন।
অগ্নি
অর্থ:
আলো ও তাপ উৎপন্নকারী প্রাকৃতিক শক্তি বিশেষ। [দেখুন: বিশ্বকোষ।
অগ্নি (শক্তি)]
সমার্থক শব্দাবলি: অগ্নি,
অনল,
আগ,
আগুন,
আতস
পাবক,
বহ্নি,
বৈশ্বানর,
হুতাশন।
ইংরেজি:
fire, flame, flaming
অগ্নি
শব্দের সাথে সম্পর্কিত শব্দাবলি:
হিন্দু মতে হিন্দু মতে অগ্নি তিন প্রকার-
ক. ভৌমাগ্নি: কাঠ বা পৃথিবীর পদার্থ থেকে উৎপন্ন আগুন।
খ. দিব্যাগ্নি: জল,বায়ু থেকে উৎপন্ন আগুন। যেমন: আকশের বিদ্যুৎ,বজ্র প্রভৃতি।
গ. জঠরাগ্নি: কোষ্ঠাগ্নি, ক্ষুধা,খাদ্যের পরিপাকের জন্য উদরের উৎপন্ন আগুন।
সমার্থক শব্দাবলি: জঠরজ্বালা, জঠরাগ্নি, জঠরানল।
এছাড়া মানব দেহ বা মনের বিভিন্ন চাহিদাকেও অগ্নিতুল্য কামনা বা অভিব্যক্তিকে রূপকার্থে অগ্নি হিসেবে উল্লেখ করা হয়। যেমন−
যৌবন-অগ্নি: যৌবন সম্ভোগের প্রবল ইচ্ছা, যা কামভাবকে উত্তেজিত দশায় রাখে।
প্রেমাগ্নি: ভালবাসার প্রবল ইচ্ছা, গভীর বিরহ, না পাওয়া প্রেমের জন্য প্রবল উত্তাপ ইত্যাদি।
ক্রোধাগ্নি: অগ্নিতুল্য ক্রোধ
২.
ঊর্ধ্বক্রমবাচকতা
{
সত্তা |
দৈহিক সত্তা |
দৈহিক-লক্ষ্যবস্তু |
এককঅংশ |
প্রাকৃতিক লক্ষ্যবস্তু |
মহাকাশীয় বস্তু |
নক্ষত্র |
}
অর্থ: বৃষরাশির একটি নক্ষত্র। পাশ্চাত্য নাম
alnath
।
[দেখুন: অগ্নি নক্ষত্র]
৩.
ঊর্ধ্বক্রমবাচকতা
{
সত্তা
|
বিমূর্ত-সত্তা |
বিমূর্তন |সম্পর্ক |
অবস্থানগত সম্পর্ক |
দিক |
কম্পাস বিন্দু |}
অর্থ: পূর্ব-দক্ষিণ কোণের মধ্যবর্তী একটি কম্পাসবিন্দু, যা ১৩৫ ডিগ্রী নির্দেশ করে।
ইংরেজি: South-east
৪.
ঊর্ধ্বক্রমবাচকতা
{|
সত্তা
|
বিমূর্ত সত্তা |বিমূর্তন |মনস্তাত্ত্বিক ঘটনা |
অভিজ্ঞা |
জ্ঞান |
প্রজ্ঞা |বিশ্বাস |
অতিপ্রাকৃতিক বিশ্বাস |অতিপ্রাকৃতিক সত্তা |
দৈবসত্তা |
হিন্দু দৈবসত্তা |
হিন্দু দেবতা
}
অর্থ: হিন্দু পৌরাণিক কাহিনি মতে – অগ্নি নামক শক্তির দেবতা।
[দেখুন:
অগ্নি (পৌরাণিক, হিন্দু)]
সমার্থক শব্দাবলি: অ, অগ্নি, অগ্নিদেবতা।
৫. অগ্ন্যাশায়ে উৎপন্ন পাচক রস।
তথ্যসূত্র:
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত।
- বঙ্গীয় শব্দকোষ ১ম খণ্ড, হরিচরণ বন্দ্যোপাধ্যায়, সপ্তম মুদ্রণ ২০০৮, সাহিত্য
আকাদেমি,
- সংসদ বাংলা অভিধান, দেবজ্যোতি দত্ত, সাহিত্য সংসদ,
এপ্রিল ২০০২।