আগুন
বানান বিশ্লেষণ : আ+গ্+উ+ন্+অ।
উচ্চারণ:
a.gun (আ.গুন্)

শব্দ-উৎস: সংস্কৃত সংস্কৃত ग्निः (অগ্নিঃ>প্রাকৃত আগ্‌গি>আগি>বাংলা আগুন।
পদ: বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা  {| দহন | জারণ | রাসায়নিক বিক্রিয়া | রাসায়নিক প্রক্রিয়া | প্রাকৃতিক প্রক্রিয়া | দৈহিক প্রক্রিয়া | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: আগুনের সমার্থ
ক শব্দ।
সমার্থক শব্দাবলি:
অগ্নি, অনল, আগ, আগুন, পাবক, বহ্নি, বৈশ্বানর, হূতাশন।
ইংরেজি:
fire, flame, flaming