জারণ
এমন একটি প্রক্রিয়া, যাতে কোন যৌগের সাথে অক্সিজেন যুক্ত হয় এবং একটি ইলেক্ট্রন হারানোর প্রক্রিয়া সংঘটিত হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা {জারণ । রাসায়নিক বিক্রিয়া| রাসায়নিক প্রক্রিয়া | প্রাকৃতিক প্রক্রিয়া | দৈহিক প্রক্রিয়া | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি:
oxidation, oxidization, oxidisation
ব্যাখ্যা: জারণ প্রক্রিয়ার ভিতর দিয়ে যখন রাসায়নিক বিক্রিয়া চলে তখন, তাপ, আলো, ধুঁয়া ইত্যদি তৈরি হতে থাকে। বস্তুজগতের পরিবর্তনের প্রক্রিয়াকে দহন বলা হয়।