দহন
অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপ ও আলো উৎপন্ন করে এমন প্রক্রিয়া।
ঊর্ধ্বক্রমবাচকতা {দহন । জারণরাসায়নিক বিক্রিয়া| রাসায়নিক প্রক্রিয়া | প্রাকৃতিক প্রক্রিয়া | দৈহিক প্রক্রিয়া | দৈহিক সত্তা | সত্তা |}
ইংরেজি:
combustion, burning
ব্যাখ্যা: জারণ প্রক্রিয়ার ভিতর দিয়ে যখন রাসায়নিক বিক্রিয়া চলে। এই বিক্রিয়াকে বলা হয় দহন। এই দহন প্রক্রিয়ার মাধ্য তাপ, আলো, ধুঁয়া ইত্যাদি তৈরি হতে থাকে। এই সূত্রে সৃষ্ট আলো ও তাপ প্রদানকারী যে উজ্জ্বল সত্তা দৃশ্যমান হয়, তার সাধারণ নাম আগুন।