রাসায়নিক প্রক্রিয়া
বস্তুর পারমাণবিক বা আণবিক বিন্যাসন ও গঠনের সাথে সম্পৃক্ত প্রক্রিয়া।
ঊর্ধ্বক্রমবাচকতা { রাসায়নিক প্রক্রিয়া | প্রাকৃতিক প্রক্রিয়া | দৈহিক প্রক্রিয়া | দৈহিক সত্তা | সত্তা | }
ইংরেজি:
chemical process, chemical change, chemical action
ব্যাখ্যা: বস্তুজগতে নানা ধরনের প্রক্রিয়া সক্রিয় রয়েছে। এর একটি হলো রাসায়নিক প্রক্রিয়া। রাসায়নিক প্রক্রিয়াটি সংঘটিত হয় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে।