বহ্নি
বানান বিশ্লেষণ: ব্+অ+হ্+ন্+ই
উচ্চারণ:
bon.ɦi (বোন্.হি)
শব্দ-উৎস: সংস্কৃত বহ্নি> বাংলা বহ্নি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
বহ্ (বহন করা) + নি, কর্তৃবাচ্য  
 

পদ: বিশেষ্য

অর্থ: আলো ও তাপ উৎপন্নকারী প্রাকৃতিক শক্তি বিশেষ। [দেখুন: বিশ্বকোষ। অগ্নি (শক্তি)]
সমার্থক শব্দাবলি: অগ্নি, অনল, আগআগুন, আতস, পাবক, বহ্নি, বৈশ্বানর, হুতাশন
ইংরেজি:
fire, flame, flaming
তথ্যসূত্র: