হুতাশন
বানান বিশ্লেষণ: হ্+উ+ত্+আ+শ্+অ+ন্+অ
উচ্চারণ:
ɦu.t̪a.ʃɔn
( (হু.তা.শন্)
শব্দ-উৎস:
সংস্কৃত
হুতাশন>
বাংলা
হুতাশন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: হুত (দেবতার উদ্দেশ্যে
আগুনে নিক্ষিপ্ত ঘৃতাদি)+
অশ্
ব্যাপ্ত হওয়া)+
অ (অণ্)
,
কর্তৃবাচ্য
=হুতাশ।
হুতাশ ভোগ করে যে, এই অর্থে হুতাশন।
পদ: বিশেষ্য
অর্থ:
আলো ও তাপ উৎপন্নকারী প্রাকৃতিক শক্তি বিশেষ। [দেখুন: বিশ্বকোষ।
অগ্নি (শক্তি)]
সমার্থক শব্দাবলি:
অগ্নি,
অনল,
আগ,
আগুন,
আতস, পাবক,
বহ্নি,
বৈশ্বানর,
হুতাশন।
ইংরেজি:
fire, flame, flaming
পদ: বিশেষ্য
তথ্যসূত্র:
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত।
- বঙ্গীয় শব্দকোষ ১ম খণ্ড, হরিচরণ বন্দ্যোপাধ্যায়, সপ্তম মুদ্রণ ২০০৮, সাহিত্য
আকাদেমি,
- সংসদ বাংলা অভিধান, দেবজ্যোতি দত্ত, সাহিত্য সংসদ,
এপ্রিল ২০০২।