হুতাশন
বানান বিশ্লেষণ: হ্+উ+ত্+আ+শ্+অ+ন্+অ।
উচ্চারণ:
ɦu.
a.ʃɔn (হু.তা.শন্)

শব্দ-উৎস: সংস্কৃত हुताशन (হুতাশন>বাংলা হুতাশন।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
হুত (দেবতার উদ্দেশ্যে আগুনে নিক্ষিপ্ত ঘৃতাদি)+অশ্ (ব্যাপ্ত হওয়া)+ অ (অণ্), কর্তৃবাচ্য=হুতাশ। হুতাশ ভোগ করে যে, এই অর্থে হুতাশন।  
পদ: বিশেষ্য

১. ঊর্ধ্বক্রমবাচকতা {| হিন্দু দেবতা | দেবতা | দৈবসত্তা | অতিপ্রাকৃতিক সত্তা | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন  | বিমূর্ত-সত্ত | সত্তা |}
অর্থ:
হিন্দু পৌরাণিক কাহিনি মতে অগ্নি নামক শক্তির দেবতা।
    [দেখুন: অগ্নি (পৌরাণিক, হিন্দু) ]


২. ঊর্ধ্বক্রমবাচকতা  {
| দহন | জারণ | রাসায়নিক বিক্রিয়া | রাসায়নিক প্রক্রিয়া | প্রাকৃতিক প্রক্রিয়া | দৈহিক প্রক্রিয়া | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: হিন্দু পৌরাণিক দেবতা অগ্নির নাম হুতাশন। ভারতীয় বৈদিক ধর্মে আগুনে
দেবতার উদ্দেশ্যে আগুনে নিক্ষিপ্ত ঘৃতাদি করা হতো। এই দ্রবাদিকে বলা হতো হুত। আগুন এই হুত দেবতাদের কাছে পৌঁছে দিত এই অর্থে অগ্নিদেবতার অপর নাম হুতাসন। আবের এই দৈবশক্তির প্রকাশ ঘটে যার দ্বারা,  এই অর্থে হুতাশন শব্দটি আগুনের সমার্থক হিসেবে ব্যবহার করা হয়।
সমার্থক শব্দাবলি:
অগ্নি , অনল, আগ, আগুন, পাবক, বহ্নি, বৈশ্বানর, হূতাশন।
ইংরেজি:
fire, flame, flaming