অনল
বানান বিশ্লেষণ : অ+ন্+অ+ল্+অ
উচ্চারণ:
ɔ.nol (অ.নোল্)
শব্দ-উৎস: সংস্কৃত অনল> বাংলা অনল
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অন্ (গমন করা) + অল্ (কলচ), করণবাচ্য
পদ: বিশেষ্য

[দেখুন: অনল λ Gemini ]


সূত্র :
  • তারা পরিচিতি।  মোহম্মদ আবদুল জব্বার।  বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন। বইমেলা/ফেব্রুয়ারি, ১৯৯৪। পৃষ্ঠা: ৫৭।
  • প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞান। মোহম্মদ আবদুল জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন। বইমেলা/ফেব্রুয়ারি, ২০০০। পৃষ্ঠা: ৩৭৯।