অনল
বানান বিশ্লেষণ : অ+ন্+অ+ল্+অ
উচ্চারণ:
ɔ.nol
(অ.নোল্)
শব্দ-উৎস:
সংস্কৃত অনল>
বাংলা অনল
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√অন্(গমন করা)
+
অল্ (কলচ),
করণবাচ্য
পদ:
বিশেষ্য
fire, flame, flaming
২.
ঊর্ধ্বক্রমবাচকতা
{
নক্ষত্র |
মহাকাশীয় বস্তু |
প্রাকৃতিক লক্ষ্যবস্তু |
এককঅংশ |
দৈহিক-লক্ষ্যবস্তু |
দৈহিক সত্তা |
সত্তা |}
অর্থ: মিথুন রাশির একটি
শ্বেত বামন তারা (white dwarf star)।
ইউরোপীয় কোনো ভাষাতেই এর পৃথক নাম
নেই। তাই
রাশির নামযুক্ত প্রতীকী নাম ব্যবহার করা হয়। এই নামটি হলো-
λ Gem (Lambda Geminorum)
। ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীরা এর নামকরণ
করেছিলেন অনল।
[দেখুন:
অনল
λ Gemini
]
সূত্র :
- তারা পরিচিতি। মোহম্মদ আবদুল জব্বার। বাংলাদেশ
অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন। বইমেলা/ফেব্রুয়ারি, ১৯৯৪। পৃষ্ঠা: ৫৭।
- প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞান।
মোহম্মদ আবদুল জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন।
বইমেলা/ফেব্রুয়ারি, ২০০০। পৃষ্ঠা: ৩৭৯।