অনল
মিথুন রাশির একটি শ্বেত বামন তারা (white dwarf star)পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ১০০.৮৯ আলোকবর্ষ।

 ইউরোপীয় কোনো ভাষাতেই এর পৃথক নাম নেই। তাই
রাশির নামযুক্ত  একাধিক  প্রতীকী নামে অভিহিত করা হয়। এই নামগুলো হলো- λ Gem, Lambda Geminorum, 54 Geminorum , 54 Gem.) । ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীরা এর নামকরণ করেছিলেন অনল।

বিষুবাংশ (RA) : ৭ ঘণ্টা  ১৮ মিনিট ৫.৫৭৯৭৭ সেকেন্ড
বিষুবলম্ব
(Dec) : +১৬ ডিগ্রি ৩২ মিনিট ২৫.৩৯০৫ সেকেন্ড।

এই নক্ষত্রটি মিথুন রাশির চতুর্থ উজ্জ্বলতম তারা। এর রং নীলভা সাদা। নক্ষত্রটি নিজ অক্ষের উপর প্রতি সেকেণ্ডে ১৫৪ কিলোমিটার বেগে আবর্তিত হয়। এর ভর সূর্যের প্রায় ২.৪২ গুণ। এই বিচারে এর ব্যাস হয় ১৬,৮৭, ১২৮.৪১ কিলোমিটার তাপমাত্রা প্রায় ৭,৯৩২ কেলভিন।


সূত্র :