বানান বিশ্লেষণ: প্‌+র্+আ+ক্+ঋ+ত্+অ
উচ্চারণ: 
pra.kri. o  (প্রা.কৃ.তো)

প্রা.কৃ.তো্ [এই তিনটি ধ্বনি তিনটি একাক্ষর হিসেবে উচ্চারিত হয়]

শব্দ-উৎস: সংস্কৃত प्राकृत (প্রাকৃত)>বাংল প্রাকৃত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
প্রকৃত {
প্র (উপসর্গ)-কৃ (করা) +ত (ক্ত), কর্মবাচ্য} +অ (অণ্)

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক}
অর্থ:

১. যা প্রকৃতি থেকে উৎপন্ন।
মার্থক শব্দাবলি:  প্রাকৃত, প্রকৃতিজাত।

২. যা কৃত্রিম বা আরোপিত নয়।
মার্থক শব্দাবলি:  প্রাকৃত, স্বাভাবিক।

৩. যা অলৌকিক নয়।
মার্থক শব্দাবলি:  প্রাকৃত, লৌকিক।

৪. যা নীচ আচরণীয়
মার্থক শব্দাবলি:  প্রাকৃত, নীচজনোচিত।

৪. যা অনভিজাত
মার্থক শব্দাবলি:  প্রাকৃত, সাধারণ।

বিপরীতার্থক শব্দ:
অপ্রাকৃত (ভাবার্থে)

পদ: বিশেষ্য
অর্থ: ঊর্ধ্বক্রমবাচকতা {| প্রাকৃতিক ভাষা | ভাষা | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}
আর্য-অনার্য জাতির ভাষার সংমিশ্রণে সৃষ্ট প্রাচীন ভারতীয় ভাষার সাধারণ নাম। [প্রাকৃত ভাষা (ভাষাকোষ)]