আতশ
বানান বিশ্লেষণ: আ+ত+শ্+অ
উচ্চারণ: a.tosh (আ.তোশ)
শব্দ উৎস: ফার্সি
আতাশ (آتش)>
বাংলা
আতশ
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {
সত্তা
| দৈহিক সত্তা |
দৈহিক প্রক্রিয়া |
প্রাকৃতিক প্রক্রিয়া |
রাসায়নিক প্রক্রিয়া |
রাসায়নিক বিক্রিয়া |
জারণ |
দহন ।
আতস (অগ্নি)
অর্থ:
আলো ও তাপ উৎপন্নকারী প্রাকৃতিক শক্তি বিশেষ।
সমার্থক শব্দাবলি: অগ্নি,
অনল,
আগ,
আগুন, আতস,
পাবক,
বহ্নি,
বৈশ্বানর,
হুতাশন।
তথ্যসূত্র:
- বাংলা একাডেমী ব্যাবহারিক বাংলা অভিধান,ডক্টর মুহম্মদ এনামুল হক সম্পাদিত।পৃষ্ঠা:৯৯
- বাংলা একাডেমী বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান,ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত,তৃতীয় পুণর্মূদ্রন জুন ২০০৯,।পৃষ্ঠা:৬৫
- বঙ্গীয় শব্দকোষ ১ম খণ্ড, হরিচরণ বন্দ্যোপাধ্যায়, সপ্তম মুদ্রণ ২০০৮, সাহিত্য আকাদেমি, জীবন তারা, ২৩এ/৪৪এক্স ডায়মন্ড হারবার রোড, কলকাতা ৭০০০৫৩।পৃষ্ঠা:২৬২
- সংসদ বাংলা অভিধান, দেবজ্যোতি দত্ত, সাহিত্য সংসদ, ৩২/এ আচার্য প্রফুল্লচন্দ্র রোড, কলকাতা ৭০০০০৯, এপ্রিল ২০০২।পৃষ্ঠা:৫৯
- ফার্সী-বাংলা-ইংরেজী অভিধান,আলী আভারসাজী,মার্চ ১৯৯৮,ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা।পৃষ্ঠা:৪