অগ্নিনৃত্য
বানান বিশ্লেষণ : অ+গ্+ন্+ই+ন্+ঋ+ত্+তো
উচ্চারণ:
og.ni-nit̪.t̪o (ওগ্.নি.নৃৎ-তো)
শব্দ-উৎস: সংস্কৃত অগ্নিঃ> বাংলা অগ্নি + সংস্কৃত নৃত্য > বাংলা নৃত্য
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অগ্নিসাধ্য নৃত্য/ মধ্যপদলোপী কর্মধারয় সমাস
পদ : বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {নর্তনঅনুষ্ঠেয় কলা |মানবিক শাখা | জ্ঞানশাখা | জ্ঞানক্ষেত্র | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }

অর্থ: অগ্নিসহযোগে পরিবেশিত বা অনুষ্ঠেয় নৃত্য।
ইংরেজি:
Fire dance

১. বালী দ্বীপের অগ্নিনৃত্য : বালী দ্বীপের উত্তরাংশের পাহাড়ী অঞ্চলের প্রথাগত নৃত্য বিশেষ নৃত্য সম্পাদনের জন্য দুটি অপ্রাপ্ত বয়স্কা বালিকাকে নির্বাচন করা হয়। সোনালী রঙের পোশাক ও পুষ্পমুকুট-শোভিত  বালিকাদ্বয় সম্মোহিত হয়ে আসরে নাচতে নামে।কিছুক্ষণ পর হঠাৎ তারা তাদের দুই পাশে বসে থাকা দুজন পুরুষের কাঁধে চেপে বসে। পুরুষ দুজন এদের কাঁধে নিয়ে নৃত্য-ক্ষেত্রের মধ্যস্থলে এলে- উক্ত বালিকাদ্বয় পুরুষ দু'টির কাঁধের উপর থেকে আশ্চর্য কৌশলে নানা ভঙ্গিতে নৃত্য পরিবেশন করে। এরপর একদল লোক একটি অগ্নিকুণ্ডে কেরোসিন বা ওই জাতীয় তেল ছিটিয়ে দেয়। ফলে আগুন তীব্রভাবে জ্বলে উঠলে বাজনা শুরু হয়। এরপর উক্ত বালিকাদ্বয় হঠাৎ আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে এবং নাচতে নাচতে আগুন নিভিয়ে দেয়। স্থানীয় লোকদের ধারণা যে, সম্মোহনী শক্তির প্রভাবে এদের শরীরে আগুন স্পর্শ করতে পারে না।

২.মায়ানমারের অগ্নি-তরবারি নৃত্য । যুদ্ধের ভঙ্গিমা এই নৃত্য পরিবেশন করা হয়। এই নৃত্যে প্রচলিত তরবারির পরিবর্তে প্রজ্জ্বলিত মশালরূপী দণ্ড ব্যবহার করা হয়। এই খেলাটি নৃত্যের ছন্দে ছন্দে এবং শৈল্পিক পদক্ষেপে মনোজ্ঞ হয়ে ওঠে ।