নৃত্য
বানান বিশ্লেষণ : ন্+ঋ+ত্+তো
উচ্চারণ:
nit̪.t̪o
(নৃৎ-তো)
শব্দ-উৎস:
সংস্কৃত
নৃত্য>
বাংলা
নৃত্য
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√
নৃৎ
(নর্তন) +
য (ক্যপ),
ভাববাচ্য
পদ :
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{নর্তন।
অনুষ্ঠেয় কলা |
মানবিক শাখা
|
জ্ঞানশাখা |
জ্ঞানক্ষেত্র |
প্রজ্ঞা |
জ্ঞান |
অভিজ্ঞা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
অর্থ: নৃত্য হলো- দেহকে শৈল্পিকভাবে উপস্থাপনযোগ্য এক প্রকার অনুষ্ঠেয় শিল্পকলা।
সমার্থক শব্দাবলি: নর্তন, নৃত্য, নাচ
ইংরেজি:
dance
।
নৃত্য শব্দের সাথে সম্পর্কিত শব্দাবলি:
-
যুক্তশব্দ
-
পূর্বপদ: নৃত্যপটিয়ষী, নৃত্যপর, নৃত্যপরা, নৃতরত,
নৃতরতা, নৃত্যশালা, নৃত্যস্থান
-
পরপদ:
অগ্নিনৃত্য