মানবিক শাখা
মনুষ্যসৃষ্ট অবাধ শিল্পকলা।
ঊর্ধ্বক্রমবাচকতা
{মানবিক শাখা |
জ্ঞানশাখা |
জ্ঞানক্ষেত্র |
প্রজ্ঞা |
জ্ঞান |
অভিজ্ঞা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
humanistic discipline, humanities, liberal arts, arts
ব্যাখ্যা: জ্ঞানশাখার একটি অন্যতম শাখা। এই
জ্ঞানশাখায় রয়েছে মনুষ্যসৃষ্ট সকল শিল্পকলা, যার মাধ্যমে মানুষের নান্দনিক অনুভূতি প্রকাশ করে।
বিষয়ানুসারে মানবিক শাখা নানাভাবে প্রকাশ ঘটে। যেমন‒
history)
: মানবসভ্যতা ও সংস্কৃতির অতীত ঐতিহ্যের তথ্যসংরক্ষণ এবং তার মূল্যায়ন।
চীনতত্ত্ব
(Sinology)
:
চীনের ইতিহাস, ভাষা এবং সংস্কৃতি বিষয়ক বিজ্ঞান
দর্শনশাস্ত্র
(philosophy):
সত্তার অস্তিত্ব, জ্ঞান, সৌন্দর্য ইত্যাদি
নিয়ে প্রশ্নোত্তরের মধ্য দিয়ে যৌক্তিকভাবে বিকশিত জ্ঞান।
metaphysics)
: সত্তার অস্তিত্ব, জ্ঞান, সৌন্দর্য ইত্যাদি নিয়ে প্রশ্নোত্তরের মধ্য দিয়ে যৌক্তিকভাবে বিকশিত জ্ঞান।
নন্দনতত্ত্ব
(aesthetics, esthetics):
সৌন্দর্যবিষয়ক জ্ঞান
যুক্তিবিদ্যা
(logic)
: দর্শন শাস্ত্রে যে শাখায় অনুমাননির্ভর বিষয়ায়দিকে যুক্তির দ্বারা সিদ্ধান্তে পৌঁছার
চেষ্টা করা হয়।
অনুষ্ঠেয় কলা
(performing arts)
:
শ্রোতা বা দর্শকের সামনে যে কলা সরাসরি অনুষ্ঠিত বা পরিবেশিত হয়।
মনোবিজ্ঞান
(psychology)
মানুষের মন-সংক্রান্ত বিজ্ঞান
সঙ্গীততত্ত্ব
(musicology):
সঙ্গীতবিষয়ক বিজ্ঞান।
সুকুমার কলা (fine arts, beaux arts):
উপস্থাপনযোগ্য সৃজনশীল এবং নান্দনিক বিষয়াদি।