অনুষ্ঠেয় কলা
শ্রোতা বা দর্শকের সামনে যে কলা সরাসরি অনুষ্ঠিত বা পরিবেশিত হয়।
ঊর্ধ্বক্রমবাচকতা  { |মানবিক শাখা | জ্ঞানশাখা | জ্ঞানক্ষেত্র | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি:
 performing arts

ব্যাখ্যা: পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যে কলাকে উপস্থাপন করা হয়। এই শ্রেণির কলাতে পাওয়া যায়- সঙ্গীত, (গীত-বাদ্য-নৃত্য), আবৃত্তি, মঞ্চনাটক ইত্যাদির ক্রিয়াত্মক রূপ।