নর্তন
শৈল্পিক দেহভঙ্গিমা-ভিত্তিক অনুষ্ঠেয় কলা।
ঊর্ধ্বক্রমবাচকতা
{ অনুষ্ঠেয় কলা
|মানবিক শাখা
|
জ্ঞানশাখা |
জ্ঞানক্ষেত্র |
প্রজ্ঞা |
জ্ঞান |
অভিজ্ঞা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি:
dance
ব্যাখ্যা: নর্তন হলো- এক প্রকার অনুষ্ঠেয় কলা। দর্শকের
সামনে সরাসরি এই কলা উপস্থাপন করা হয়। এই বিচারে চলচ্চিত্রে ব্যবহৃত নৃত্য পরোক্ষ
অনুষ্ঠয় কলা। পক্ষান্তরে মঞ্চে পরিবেশিত নৃত্য হলো- প্রত্যক্ষ অনুষ্ঠেয় কলা।
নৃত্যের প্রকৃতি অনুসারে এই প্রত্যক্ষ অনুষ্ঠেয় কলা নানা ধরনের হতে পারে। যেমন-
দেবমূর্তির সামনে আরিতনৃত্য, অগ্নিনৃত্য ইত্যাদি।