দিক
কোনো একটি
স্থান থেকে অন্য স্থানের কৌণিক অবস্থান।
ঊর্ধ্বক্রমবাচকতা
{
|
দিক
|
অবস্থানগত সম্পর্ক
|
সম্পর্ক
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
ইংরেজি:
direction।
ব্যাখ্যা: কোন বস্তুর অবস্থান থেকে অন্যবস্তু যে স্থানে থাকে, তার কৌণিক মান হলো দিক। এই বিচারে দিক হতে পারে উত্তর, দক্ষিণ ইত্যাদি। ভূপৃষ্ঠে বর্তমানে এই মান নির্ধারিত হয় কম্পাসের দিকনির্দেশক মানের বিচারে। এই মানকে বলা হয় কম্পাস বিন্দু।