স্কন্ধদেশ [স্কন্.ধো.দেশ্][skɔn.d̪ʰo.d̪eʃ]
সংস্কৃত স্কন্ধ +দেশ>বাংলা স্কন্ধদেশ
স্কন্ধ যে দেশ/কর্মধারয় সমাস।

বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা  {| দেহাংশ | প্রাকৃতিক-অংশ | স্ব-সত্তা | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ : দেহকাণ্ডের উর্ধ্ব অংশের যেখানে বাহু যুক্ত হয়েছে, তার উপরের অংশ থেকে আনুভূমিক মস্তিস্কের উত্থান অংশ পর্যন্ত অংশ।
সমার্থক শব্দ :
অংশ, অংস। [সমার্থক শব্দ দেখুন : কাঁধ]
ইংরেজি : shoulder