কাঁধ [কাঁধ্] [kãʰd̪ʰ]
সংস্কৃত স্কন্ধ>প্রাকৃত কন্ধ>বাংলা কন্ধ, কাঁধ।
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা  {| দেহাংশ | প্রাকৃতিক-অংশ | স্ব-সত্তা | দৈহিক সত্তা | সত্তা |}

অর্থ : যা ভার বহনের দ্বারা পীড়িত হয় বা রুগ্‌ণ হয় বা মস্তক ধারণের জন্য পীড়িত হয়। দেহকাণ্ডের উর্ধ্ব অংশের যেখানে বাহু যুক্ত হয়েছে, তার উপরের অংশ থেকে আনুভূমিক মস্তিস্কের উত্থান অংশ পর্যন্ত। মস্তিষ্কের উভয় পার্শ্বে কাঁধ বিস্তৃত। এই কারণে শরীরের ডান-বামের বিচারে কাঁধ নির্দেশিত হয়। যেমন- বাম কাঁধ, ডান কাঁধ।
সমার্থক শব্দ : 
অংশ, অংস, কন্ধ, কন্ধর,  কাঁধ,  স্কন্ধ, স্কন্ধদেশ
ইংরেজি : shoulder

এই শব্দের সাথে
Öদি, Öদে, Öদেওয়া Öবদলা ধাতুজাত ক্রিয়াপদ যুক্ত হয়ে যে ক্রিয়ামূল গুলি তৈরি করে, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যেমন