কন্ধ
বানান বিশ্লেষণ :
ক্+অ+ন্+ধ্+অ।
উচ্চারণ:
kɔnŋ.d̪ʰo
(কন্.ধো)
কন্.ধো [ন্ধ বিভাজিত হয়ে ন্.ধো হয়। ক-এর সাথে ন্ যুক্ত হয়ে একাক্ষর কন্ ধ্বনি তৈরি করে। অবশিষ্ট ধো ধ্বনি তৈরি করে।]
সংস্কৃত
स्कन्ध
(স্কন্ধ)>বাংলা
স্কন্ধ।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{দেহাংশ
|
প্রাকৃতিক-অংশ
|
স্ব-সত্তা
|
দৈহিক
সত্তা
|
সত্তা
|}
অর্থ:
যা
ভার বহনের দ্বারা পীড়িত হয় বা রুগ্ণ হয়
বা যা মস্তক ধারণ করে।
সমার্থক শব্দাবলি:
অংশ,
অংস,
কন্ধ,
কন্ধর,
কাঁধ,
স্কন্ধ,
স্কন্ধদেশ।
ইংরেজি:
shoulder
।