হিস্যাদার
বানান বিশ্লেষণ :
হ্+ই+স্+য্+আ+দ্+আ+র্+অ।
উচ্চারণ:
ɦiʃ.ʃa.d̪ar
(হিশ্.শা.দার্)
শব্দ-উৎস:
আরবি
হিস্যা + দার {ফার্সি
دار
দার (ফার্সি প্রত্যয়)>বাংলা
হিস্যাদার}
পদ:
১. বিশেষণ { নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, পুরুষবাচক}
অর্থ: অংশের অধিকার রাখে এমন পুরুষ।
সমার্থক শব্দাবলি: অংশক, অংশগ্রাহক, অংশগ্রাহী, অংশধর, অংশপ্রার্থী, অংশবান্, অংশভাগী, অংশল, অংশহর, অংশহারী, অংশীদারি, অংশী, ভাগপ্রাপ্ত, ভাগযুক্ত, ভাগীদার, হিস্যাদার ।
ইংরেজি : having aclaim to ashare, entitled to a share।
২. বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { | গ্রহণকারী | অর্জনকারী | ব্যক্তি | জীবসত্তা | জীবন্তবস্তু | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}অর্থ: বংশগত আইনগত সূত্রে অংশের (মালিকানা) অধিকারী।
সমার্থক শব্দাবলি: অংশক, অংশগ্রাহক, অংশগ্রাহী, অংশভাগী, অংশহর, অংশহারী, অংশাদ, উত্তরাধিকারী, জ্ঞাতি, দায়াদ, ভাগগ্রাহী, হিস্যাদার।
ইংরেজি: heir, inheritor, heritor