অংশপ্রার্থী
বানান বিশ্লেষণ :
অ+ং+শ্+অ+প্+র্+আ+র্+ঈ।
উচ্চারণ:
ɔŋ.ʃo.prat̪.t̪ʰi
(অঙ্.শো.প্রার্ত্.থি)
শব্দ-উৎস:
সংস্কৃত
(অংশ
+প্রার্থী)>বাংলা
অংশপ্রার্থী।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অংশ {√অংশ্ (ভাগ করা) +অ (অ),,কর্মবাচ্য}
+প্রার্থী=প্র+অর্থী { প্র -অর্থিনী {√অর্থ (প্রার্থনা করা) + ইন্ (ণিনি), অর্থিন্, কর্তৃবাচ্য}।
অংশের প্রার্থী/ষষ্ঠী তৎপুরুষ সমাস।
পদ: বিশেষণ
অর্থ:
অংশ প্রার্থনাকারী
বা
অংশের ভাগ চায় বা
অংশের
অধিকারে
রাখে
এমন পুরুষ।
সমার্থক শব্দাবলী:
অংশক,
অংশগ্রাহক,
অংশগ্রাহী,
অংশধর,
অংশপ্রার্থী,
অংশবান্,
অংশভাগী,
অংশল,
অংশহর,
অংশহারী,
অংশীদারি, অংশী,
ভাগপ্রাপ্ত,
ভাগযুক্ত,
ভাগীদার
।
বিপরীতার্থক শব্দ:
অংশপ্রার্থিনী (স্ত্রীলিঙ্গ)।
উদাহরণ: পিতার মৃত্যুর পর তাঁর সকল পুত্রই সম্পত্তির অংশপ্রার্থী
হন।
সূত্র :