অংশপ্রার্থিনী
বানান বিশ্লেষণ : অ+ং+শ্+অ+প্+র্+আ+র্+থ্+ই+ন্+ঈ
উচ্চারণ:
ɔŋ.ʃo.pra.ʰi.ni (অঙ্‌.শোপ.প্রার্‌ত্‌.থি.নি)

শব্দ-উৎস: সংস্কৃত অংশপ্রার্থিনী>বাংলা অংশপ্রার্থিনী।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষণ {নাম-বিশেষণ, গুণবাচক, ব্যক্তিবাচক, স্ত্রীবাচক}
অর্থ: 
অংশের প্রার্থনাকারিণী বা অংশের ভাগ চায় এমন নারী।
বিপরীতার্থক শব্দ: অংশপ্রার্থী  (পুংলিঙ্গ)।
উদাহরণ: পিতার মৃত্যুর পর তাঁর সকল কন্যাই সম্পত্তির অংশপ্রার্থিনী হন।